Monday, July 23, 2018

অবিশ্বাস করছেন কিন্তু বাস্তব নিজের গাড়িবহর থামিয়ে আত্মহত্যা করতে যাওয়...



অবিশ্বাস করছেন কিন্তু বাস্তব নিজের গাড়িবহর থামিয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে বাঁচালেন তুর্কি প্রধানমন্ত্রী ভিডিও

এক তুর্কি নাগরিক ব্রিজের রেলিংয়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ওই সময় ওই ব্যক্তিকে বাঁচালেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম।রোববার ইস্তাম্বুলের '১৫ শহীদ' ব্রিজের উপর দিয়ে গাড়িবহর নিয়ে যাবার সময় ওই ব্যক্তিকে ব্রিজের রেলিংয়ের উপর দেখতে পান প্রধানমন্ত্রী। ওই দৃশ্য দেখে তিনি নিজের গাড়িবহর থামিয়ে দ্রুত তার দিকে এগিয়ে যান। ইলদ্রিম তাকে নিজের কাছে ডাকলে তিনি নেমে আসেন। খবর ডেইলি সাবাহ।ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি নিচে নেমে এলে ইলদ্রিম বুকে জড়িয়ে ধরেন। ওই ব্যক্তিও ইলদ্রিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। পরে তাকে ইলদ্রিমের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে উঠেও তিনি কাঁদতে থাকেন। তার আত্মহত্যার চেষ্টার কারণ জানতে চাইলে নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করছিলেন বলে জানান ওই যুবক।এ সময় ইলদ্রিম তাকে বলেন, আমরা মুসলমান। এমন কোনও কিছু নেই যা একজন মুসলমানকে আত্মহত্যার দিকে ধাবিত করতে পারে। এমন কিছু ঘটলে তা আল্লাহর কাছে বলা দরকার। অবিশ্বাস করছেন কিন্তু বাস্তব নিজের গাড়িবহর থামিয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে বাঁচালেন তুর্কি প্রধানমন্ত্রী ভিডিও,

No comments:

Post a Comment