Friday, June 1, 2018

জানতে চান ছবি প্রতি কত টাকা পারিশ্রমিক নেন দেব,জিৎ,সোহম এরা দেখুন ...



জানতে চান ছবি প্রতি কত টাকা পারিশ্রমিক নেন দেব,জিৎ,সোহম.......এরা দেখুন ভিডিওতে 

হলিউড কিংবা বলিউডের মতো কলকাতার ছবির বাজার অতটা বড় নয়। নায়কদের পারিশ্রমিকও তাই আহামরি কিছু নয়। তবে কলকাতায় এখন আনেক তারকা ছবি থেকে পারিশ্রমিক না নিয়ে নিজেরাই লগ্নি করেন। আর ছবি ব্যবসাসফল হলে পারিশ্রমিকের কয়েকগুন আয় হয় তাঁদের। জানেন, ছবি প্রতি কত টাকা পারিশ্রমিক নেন তাঁরা? না জানলে এখনি জেনে নিন...প্রসেনজিৎ চট্রোপাধ্যায় কলকাতায় ‘বুম্বা দা’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ বহুবার একাই টালিউডকে টেনে নিয়ে গেছেন। আশির দশক থেকে কলকাতার ছবিতে অভিনয় শুরু করেন তিনি। কলকাতার অন্যান্য জনপ্রিয় অভিনেতাদের পাশাপাশি এখনো সমান জনপ্রিয় তিনি। প্রযোজকদের কাছে বেশ কদর আছে এ অভিনেতার। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা রয়েছে তাঁর। কলকাতার জনপ্রিয় এ অভিনেতা ছবি প্রতি এখানো ১৫ থেকে ২০ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। সেই সাথে অনেক ছবিতে বিনিয়োগ করে লভ্যাংশও নেন। জিৎ ক্যারিয়ারের প্রথম ছবিতেই বাজিমাত করেন জিতেন্দ্র মাদনানী জিৎ। ২০০২ সালে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ছবি ‘সাথী’। ছবিটি বক্স অফিসে হিট করলে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন জিৎ।ছবি প্রতি এই অভিনেতা ২০ লক্ষ থেকে ২৫ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান খুলে তিনি নিজেই ছবিতে বিনিয়োগ করেন। ফলে কোন পারিশ্রমিক না নিয়ে ছবির লভ্যাংশ নিজের পকেটেই পুরে নেন এই অভিনেতা।দেব বর্তমান সময়ে কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়ক দেব। ‘খোকা বাবু’ খ্যাত এ অভিনেতার আসল নাম দীপক অধিকারী। রচনা ব্যানার্জীর সঙ্গে ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ দিয়ে টালিউডে যাত্রা শুরু করলেও ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ২০০৭ সালে ‘আই লাভ ইউ’ ছবি দিয়ে নিজেকে মেলে ধরেন দেব। ২০১৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ছবি ‘অ্যামাজন অভিজান’। ছবিটি টালিউডের সবচেয়ে ব্যয়বহুল ও সর্বাধিক আয় করা ছবির মর্যাদা পায়। কলকাতার জনপ্রিয় এই অভিনেতা ছবি প্রতি ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই সঙ্গে তিনি ছবিতে বিনিয়োগ করেও লভ্যাংশ নেন। সোহম টালিউডে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সোহম। এরপর নায়ক হিসেবে অভিনয় শুরু করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম আমার’ এবং ২০১২ সালে মুক্তি পাওয়া ‘বোঝেনা সে বোঝেনা’ সোহম অভিনীত সর্বাধিক ব্যবসা সফল ছবি। ছবি প্রতি এই তারকা ১০ লক্ষ থেকে ১২ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।অঙ্কুশ টালিউডে দ্রুত জনপ্রিয়তা লাভ করা তারকাদের একজন অঙ্কুশ। তাঁর পুরো নাম অঙ্কুশ হাজরা। ২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও ২০১২ সালে মুক্তপ্রাপ্ত ‘ইডিয়ট’ ছবি দিয়ে নায়ক হিসেবে নিজের আসন পাকাপোক্ত করেন অঙ্কুশ। ২০১৪ সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এ অভিনেতার সবচেয়ে ব্যবসা সফল ছবি। নাচে পারদর্শী এই অভিনেতার পারিশ্রমিক ছবি প্রতি ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ রুপি। জানতে চান ছবি প্রতি কত টাকা পারিশ্রমিক নেন দেব,জিৎ,সোহম ....... এরা দেখুন ভিডিওতে,অঙ্কুশ,প্রসেনজিৎ চট্রোপাধ্যায়,ইডিয়ট,আমি শুধু চেয়েছি তোমায়,প্রেম আমার,বোঝেনা সে বোঝেনা,অ্যামাজন অভিজান,

No comments:

Post a Comment