Monday, May 14, 2018

তৈরি হচ্ছে তেলাপোকার জুস! আর না জেনে খাচ্ছি আমি আপনি সবাই দেখুন ভিডিওটি ...



তৈরি হচ্ছে তেলাপোকার জুস! আর না জেনে খাচ্ছি আমি আপনি সবাই দেখুন ভিডিওটি আর জানুন এতে রয়েছে কতটা স্বাস্থঝুঁকি

তেলাপোকা এমন একটি প্রাণী যাকে দেখলে অনেকেই আঁতকে ওঠেন। বিশেষ করে এই জিনিসটা বেশি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে। পুরুষদের মধ্যেও এমন কিছু সংখ্যক আছেন। যেখানে এই প্রাণীটি দেখলে মানুষ আঁতকে ওঠেন আর সেখানে তেলাপোকা দিয়ে জুস তৈরি করছে চীন। শুধু এটাই শেষ নয়, সেই জুস আবার বাজারজাতও করা হচ্ছে।সূত্রে জানা যায়, চীনের সিচুয়াং প্রদেশের শিচ্যাঙ অঞ্চলের একটি ফার্ম তেলাপোকার জুস উৎপাদন করে সেটি বাজারজাত করছে। তারা বলছে এটি স্বাস্থ্যকর। চীনারা তেলাপোকাকে খাবার হিসেবে খাওয়া ছাড়াও, এই প্রাণী দিয়ে বানানো ওষুধও ক্রয় করে খান।জানা গেছে, ওই ফার্মে প্রতি বছর গড়ে ৬০০ কোটি তেলাপোকা জন্ম নিচ্ছে। বিশেষ প্রযুক্তির সাহায্যে তেলাপোকা উৎপাদন করা ওই ফার্মের আলোর পরিমাণ, আর্দ্রতা, খাবার সরবরাহের তথ্য বিশ্লেষণ করা হয়। আর এই ফার্মে চাষ করা তেলাপোকা থেকেই তৈরি করা হয় বিশেষ ওষুধ ‘ককরোচ জুস’।এটি তৈরি করার জন্য প্রথমে স্বাস্থ্যকর তেলাপোকাগুলোকে বেছে বেছে আলাদা করা হয়। এরপর তা ভাল করে পরিস্কার করে সেগুলোকে একটি মেশিনে ঢোকানো হয়। এই মেশিনেই তেলাপোকাগুলোর পেস্ট বানানো হয়। তৈরি হয়ে যায় ‘ককরোচ জুস’।চীনা ওই সংস্থার দাবি, এই জুস খেলে খাদ্যনালী এবং শ্বাসযন্ত্রের রোগ দূর হয়। জুসের বোতলের গায়ে উপকরণের জায়গায় শুধু লেখা পেরিপ্ল্যানাটা আমেরিকানা (তেলাপোকার বিজ্ঞানসম্মত নাম এটাই)।ওই সংস্থাটি ২০০ মিলিলিটারের একটি ‘ককরোচ জুস’ বোতল ৮ ডলারে বিক্রি করে। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৬৬৩ টাকা। তৈরি হচ্ছে তেলাপোকার জুস! আর না জেনে খাচ্ছি আমি আপনি সবাই দেখুন ভিডিওটি আর জানুন এতে রয়েছে কতটা স্বাস্থঝুঁকি,পেরিপ্ল্যানাটা আমেরিকানা,

No comments:

Post a Comment