Tuesday, May 15, 2018

তুন বিতর্কে ‘ভাইজান’ শাকিব



তুন বিতর্কে ভাইজান’ শাকিব

ভাইজান এলো রে’ নামটি এখন চলচ্চিত্র সংশ্লিষ্টদের সবার পরিচিত। ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে অনেকেই আবার এই নামে ডাকেন। কেউ কেউ তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ‘ভাইজান’ সম্বোধন করেন। কারণ সম্প্রতি কলকাতা ও লন্ডনে এরই মধ্যে শাকিব খান, শ্রাবন্তী অভিনীত ভাইজান এলোরে ছবিটির শুটিং শেষ হয়েছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আরো অভিনয় করেছেন পায়েল সরকার। ছবিটির শুটিং শেষ হওয়ার খবর গনমাধ্যমে প্রকাশ হয়েছে আগে ভাগেই। নতুন খবর হলো, কাজ শেষ হওয়ার পরও রোববার এই ছবিটি নির্মাণ করবেন বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে অনুমতি চেয়েছেন ছবিটির নির্মাতা জয়দীপ মুখার্জি। পাশাপাশি পরিচালক সমিতির সদস্য পদ চেয়েও আবেদন করেছেন তিনি। সিনেমাটিতে শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার অভিনয় করবেন বলেও আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, ‘নিয়ম অনুযায়ী যারা আমাদের পরিচালক সমিতির সদস্য তাদের সিনেমার নাম নিবন্ধন করি। এজন্য আগে সদস্য হতে হয়। গতকাল জয়দেব মুখার্জি আমাদের সমিতিতে এসেছিলেন সদস্য হওয়ার জন্য। তিনি সদস্য হওয়ার আবেদন পত্র জমাও দিয়েছেন। আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। মিটিংয়ে এ বিষয়ে আলাপ-আলোচনা করব তারপর সিদ্ধান্ত নিব।’অন্যদিকে ভারতের এসকে মুভিজ প্রযোজিত ‘ভাইজান এলো রে’ ছবি বাংলাদেশে মুক্তির বিষয়ে জানতে চাইলে খোকন বলেন, ‘বাংলাদেশ সরকার যেহেতু চলচ্চিত্রে বিদেশী বিনিয়োগের সুযোগ করে দিয়েছে, ভারতের এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা ট্রেড লাইসেন্সসহ অন্যান্য নিয়ম মেনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করছেন। আর তিনি পরিচালক হিসেবে বাংলাদেশের পরিচালক না নিলেও বাইরের পরিচালক দিয়ে কাজ করাতে পারেন।’খোকন আরও জানিয়েছেন, ‘যেহেতু ছবিটির কাজ আগেই শেষ এবং এটি যদি সেন্সর পায় তাহলে তো মুক্তি পেতে বাধা নেই। তবে সাফটা বা বিনিময় চুক্তির মাধ্যমে ছবিটি যদি আসে তাহলে ঈদে ছবিটি মুক্তি পাবে না। কারণ আইন অনুযায়ী যদি বাংলাদেশের কোনো ছবি না থাকে। তাহলেই কেবল বাইরের ছবি মুক্তি পেতে পারে। এছাড়া আর কোনো উপায় নেই।’এদিকে এমন অবস্থায় ঈদে ‘ভাইজান এলো রে’ ছবিটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

No comments:

Post a Comment